প্রযুক্তির কিছু অসাধারণ আবিষ্কার যা আপনাকে আরও কার্যোপযোগী করে তুলবে।

আপনার কাজকে আরও সহজ করে দিতে পারে, এমন বেশ কিছু প্রযুক্তির উদ্ভাবন নিয়ে আজ আলোচনা করবো। এই কথা সত্য যে, প্রযুক্তির নানা সরঞ্জাম ও গ্যাজেটের ব্যবহার যেমন উৎপাদনশীলতা বৃদ্ধি করছে, তেমন মানুষের কার্যক্ষমতারও উন্নতি ঘটাচ্ছে  । আসুন জেনে নেই সেই যুগোপযোগী উদ্ভাবন সম্পর্কে।

 

স্কাইরোম সোলিস ৪জি হটস্পট  

 

হটস্পট জগতের নতুন ও আধুনিক আভিজাত্য। ছোট আকৃতির এই গ্যাজেট কোনো প্রকার সিম ছাড়াই সহজে ব্যবহার যোগ্য। ডিভাইসটি ওয়াইফাই-তে সংযোগ করতে নিজস্ব পেটেন্ট ভার্চুয়াল সিম প্রযুক্তি ব্যবহার করে এবং সারা বিশ্বে নেটওয়ার্ক ক্যারিয়ারের সাথে ৩০০ টিরও বেশি অংশীদারিত্ব রয়েছে। এটি এটি আপনাকে অনিরাপদ পাবলিক ওয়াইফাই সংযোগ ব্যবহার করা এবং বিপুল পরিমাণ ডেটা বিলের ঝুঁকি থেকে বাঁচায়। ডিভাইসটি টানা ১৬ ঘন্টা পর্যন্ত চার্জ ব্যাকআপ দেয়। 

 

 

অ্যালোগিক USB-C ডক প্লাস 

 

এটি প্রযুক্তির অন্যতম উদ্ভাবন। অ্যালুমিনিয়াম এবং এবিএস প্লাস্টিক থেকে নির্মিত, ডকিং স্টেশনটি আপনার শার্টের পকেটেই বহনযোগ্য। অ্যালোগিক USB-C ডক সামঞ্জস্যপূর্ণ ডিভাইস গুলোতে ১০০ ওয়াট পর্যন্ত পাওয়ার সরবরাহ করে। এতে দুটি কার্ড রিডার, দুটি গ্রাফিক পোর্ট একই সময়ে ব্যবহার করা যায়। এছাড়াও একটি গিগাবিট ইথারনেট পোর্ট এবং দুটি ইউএসবি টাইপ-এ ইনপুট প্লাস একটি টাইপ-সি সংযোজক রয়েছে। 

 

 

এছাড়া লজিটেক জোন ওয়্যারলেস হেডসেট ও টাইমকেটেল WT2 প্লাস ট্রান্সলেটর এর উদ্ভাবন বেশ সাড়া ফেলেছে।