আয়নায় নিজেকে উজ্জ্বল ও সুন্দর হিসেবে দেখতে কে না চায়? আর এই উজ্জ্বলতার পেছনে লুকিয়ে থাকে মুখে এটা সেটা ব্যবহার করা। ত্বকের যত্নে আমরা সকলেই বেশ সচেতন হলেও, অনেকেই জানি না ঠিক কিভাবে সঠিক যত্ন নেওয়া উচিত। উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আমরা অনেকে দামী প্রসাধনী ব্যবহার করি, অনেকে বা বিউটি পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেই। কিন্ত আপনি জানেন কি? ঘরে বসেও বিভিন্ন প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো সম্ভব। তাহলে আসুন জেনে নেই, কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহারের মাধ্যমে এই উজ্জ্বলতা বৃদ্ধি করা সম্ভব।
হলুদ
হলুদ রোদে পুড়ে যাওয়া দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ১ চা চামচ হলুদের সাথে ২ চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরী করে টানা সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
মিষ্টি আলু
মিষ্টি আলু নিয়মিত ২-৩ সপ্তাহ খেলে ত্বকের উজ্জ্বল হলুদ আভা বৃদ্ধি পায়। ফলে ত্বক দেখায় উজ্জ্বল ও সতেজ।
কমলার রস
ভিটামিন ‘সি’ সমৃদ্ধ কমলার রসে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট, যা ত্বককে রক্ষা করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে।
দুধ
ত্বকের মলিনতা দূরীকরণে দুধের সাথে মধু মিশিয়ে মুখে ম্যাসেজ করুন।
মুলিতানি মাটি
৫/৬টা খোসা ছড়ানো শসা নিয়ে প্রথমে রস বের করুন, এরপর মুলতানি মাটির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ব্যবহার করুন।
ঠিক ১৫-২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।